মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনা, শিশুসহ নিহত ১০

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ এএম

মেক্সিকোর পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ রাজ্যে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যের কর্তৃপক্ষ হতাহতের এই তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, বড়দিনের আগের রাতে জোন্তেকোমাতলান শহরে এই দুর্ঘটনা ঘটে। বাসটি মেক্সিকো সিটি থেকে ভেরাক্রুজের চিকোন্তেপেক গ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

জোন্তেকোমাতলান পৌর মেয়রের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, নিহতদের মধ্যে নয়জন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু রয়েছে। আহত ৩২ জনকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পৌর কর্তৃপক্ষ আহতদের নাম ও তারা কোন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সেই তালিকাও প্রকাশ করেছে।

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। দেশটির পরিবহন কর্তৃপক্ষের মতে, অধিকাংশ ক্ষেত্রেই অতিরিক্ত গতি এবং যানবাহনের যান্ত্রিক ত্রুটিই এসব দুর্ঘটনার প্রধান কারণ।

উল্লেখ্য, গত নভেম্বরের শেষ দিকেও দেশটির পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১০ জন নিহত এবং ২০ জন আহত হয়েছিলেন।

DR/AHA
আরও পড়ুন