মস্কোর ক্রোকাস সিটি কনসার্ট হলে সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহে ১১ জনকে গ্রেপ্তার করেছে রুশ পুলিশ। তাঁদের মধ্যে ৪ জন সরাসরি হামলায় অংশ নিয়েছিলেন বলে জানায় দেশটির তদন্ত কর্মকর্তারা। মস্কোর আদালতে এই ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সোমবার (২৫ মার্চ) রাশিয়ার বার্তা সংস্থা তাস এ তথ্য জানায়।
গত ২২ মার্চ শুক্রবার রাতে মস্কোর ক্রোকাস সিটি হলে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। তখন সেখানে একটি কনসার্ট চলছিল। বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায়। ভয়াবহ এই হামলায় এখন পর্যন্ত ১৪৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দেড় শতাধিক। এদিকে হামলার পরপরই ইসলামিক স্টেট- খোরাসান এর দায় স্বীকার করেছে।
রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি জানায়, আদালতে অভিযোগ আনা ১১ জন হামলাকারীর মধ্যে সরাসরি হামলায় অংশ নিয়েছেন- দালের্দজন মিরজোয়েভ, সাইদআক্রামি রাচাবালিজোদা, শামসিদিন ফারিদুনি ও ফায়জভ মুহাম্মাদসোবির।সোমবার মস্কোর আদালতে তাঁদের হাজির করা হয়।
মস্কোর আদালতের বরাত দিয়ে এফএসবি আরও জানায়, সাইদআক্রামি রাচাবালিজোদা রাশিয়ার নাগরিক। অপর হামলাকারী শামসিদিন ফারিদুনি তাজিকিস্তানে জন্মগ্রহণ করলেও রাশিয়ায় বাস করেন। পোদলস্ক শহরে একটি মাদুর তৈরির কারখানায় কাজ করতেন তিনি। এ ছাড়াও অভিযুক্ত হামলাকারী ফায়জভ মুহাম্মাদসোবির ইভানোকভ শহরে একটি চুল কাটার দোকানে কাজ করতেন।
মস্কোর কনসার্টে হামলার এ ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, এই হামলার পেছনে যারাই রয়েছে তাদের সবাইকে শাস্তির আওতায় আনা হবে। সূত্র: তাস