গাজায় ১১০ কোটি ডলার সহায়তা দেবে সুইজারল্যান্ড

ইসরায়েল-হামাস যুদ্ধের কারণে গাজায় সৃষ্ট মানবিক সংকট মোকাবেলায় সুইজারল্যান্ড ফিলিস্তিনি উদ্বাস্তুদের ১১ মিলিয়ন ডলার সহায়তা দেয়ার প্রস্তাব করছে। জাতিসংঘের মাধ্যমে এই সহায়তা ফিলিস্তিনিদের কাছে পৌঁছে দেয়া হবে। 

সুইজারল্যান্ড সরকার এক বিবৃতিতে জানিয়েছে, সুইজারল্যান্ড পরিস্থিতির জটিলতা সম্পর্কে পুরোপুরি সচেতন এবং জরুরি পদক্ষেপের প্রয়োজনকে স্বীকৃতি দেয়। তাই এই ১০ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক সহায়তা গাজাতেই বিতরণ করা হবে। সবচেয়ে জরুরি মৌলিক চাহিদা যেমন, খাদ্য, পানীয়, আশ্রয়, প্রাথমিক চিকিৎসা সেবা খাতে এই অর্থ ব্যয় করা হবে।  

৩০ এপ্রিল ইউএনআরডব্লিউ এর সুইস প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, গাজার জন্য বরাদ্দ ৪৫০ মিলিয়ন ডলার সহায়তা তহবিলের মধ্যে ২৬৭ মিলিয়ন এখনো স্থগিত রয়েছে, এর বেশিরভাগই রয়েছে ওয়াশিংটনে। সূত্র: আল আরাবিয়া।