ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির পরও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষিত স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, গত ১০ অক্টোবর হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে দেড় হাজারেরও বেশি ভবন ধ্বংস করা হয়েছে।
৮ নভেম্বরের সর্বশেষ স্যাটেলাইট ছবিতে দেখা যায়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিয়ন্ত্রিত বহু এলাকা এক মাসেরও কম সময়ের মধ্যে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, বাস্তবে ধ্বংসপ্রাপ্ত ভবনের সংখ্যা এর চেয়েও অনেক বেশি হতে পারে।
বিশ্লেষকরা বলছেন, এভাবে ভবন ধ্বংস করা যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সম্পাদিত যুদ্ধবিরতির শর্তাবলীর লঙ্ঘন হতে পারে। তবে আইডিএফের এক মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, তারা যুদ্ধবিরতির কাঠামো অনুযায়ীই অভিযান পরিচালনা করছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে তৈরি ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার ভিত্তিতেই যুদ্ধবিরতি কার্যকর হয়। এতে স্পষ্টভাবে উল্লেখ ছিল, বিমান ও কামান দিয়ে সব ধরনের সামরিক অভিযান স্থগিত থাকবে। ট্রাম্প তখন থেকে বারবার বলেছেন, ‘যুদ্ধ শেষ।’
তবে বিবিসি ভেরিফাইয়ের ভিজ্যুয়াল বিশ্লেষণে দেখা গেছে, যুদ্ধবিরতির পরও ইসরায়েলি বাহিনী গাজায় ভবন ধ্বংসের অভিযান অব্যাহত রেখেছে। রাডার ও স্যাটেলাইট চিত্রে দেখা যায়, ‘হলুদ রেখা’র পেছনের অঞ্চলজুড়ে অসংখ্য ভবন ধ্বংস হয়ে গেছে।
ধ্বংসপ্রাপ্ত অনেক ভবনের আগের চিত্রে কোনো দৃশ্যমান ক্ষতি বা ধ্বংসের লক্ষণ ছিল না। উদাহরণস্বরূপ, পূর্ব খান ইউনিসের আবাসান আল-কাবিরা এলাকার বহু বাড়িঘর অক্ষত ছিল, কিন্তু পরে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর সময় ধারণ করা স্যাটেলাইট চিত্র এবং সাম্প্রতিক ছবির তুলনায় দেখা যায় অনেক স্থাপনায় আগের তুলনায় ব্যাপক পরিবর্তন ঘটেছে, যা যুদ্ধবিরতির পর নতুনভাবে ধ্বংসের প্রমাণ দিচ্ছে।
সূত্র: বিবিসি
তুরস্কের সামরিক বিমান বিধ্বস্তে ২০ সেনা নিহত
বিবিসিকে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণের মামলার হুমকি ট্রাম্পের