ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গাজায় শান্তিরক্ষায় ২০ হাজার সেনাকে প্রশিক্ষণ দিয়েছে ইন্দোনেশিয়া

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৬:১৫ এএম

যুদ্ধবিধ্বস্ত গাজায় পরিকল্পিত শান্তিরক্ষা অভিযানের অংশ হিসেবে স্বাস্থ্য ও নির্মাণ-সম্পর্কিত কাজ করার জন্য ২০ হাজার সেনাকে প্রশিক্ষণ দিয়েছে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র গাজায় একটি বহুজাতিক স্থিতিশীলতা বাহিনীর পরিকল্পনা নিয়ে সাজিয়েছে। আর এ জন্য আলোচনা হয়েছে ইন্দোনেশিয়া ছাড়াও আজারবাইজান, মিশর এবং কাতারের সঙ্গেও আলোচনা হয়েছে।

গত সপ্তাহে রয়টার্স ওয়াশিংটন থেকে প্রস্তুত একটি খসড়া প্রতিবেদন প্রকাশ করেছে যা গাজাকে নিরস্ত্রীকরণ, সীমান্ত সুরক্ষা, বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও ত্রাণ সরবরাহ এবং একটি নতুন প্রশিক্ষিত ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে সহায়তা করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করার জন্য ওয়াশিংটনকে অনুমোদন দেবে।

ইন্দোনেশিয়া বলেছে, কখন সেনা মোতায়েন করা হবে এবং তাদের কী ম্যান্ডেট থাকবে সে সম্পর্কে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী সাজাফ্রি সাজামসোয়েদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আমরা সর্বোচ্চ ২০ হাজার সেনা প্রস্তুত রেখেছি। আমরা গাজায় শান্তি প্রতিষ্ঠার বিষয়ে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি।’

HN
আরও পড়ুন