রূপ বদলাচ্ছে হেলিকপ্টারের, বাড়ছে গতি

এয়ারবাস কোম্পানি হেলিকপ্টার নিয়ে নতুনভাবে গবেষণা করছে। কোম্পানিটি গত ১৫ মে নতুন একটি হেলিকপ্টারের প্রদর্শনী করেছে। সেখানে দেখা গেছে, নতুন হেলিকপ্টারটা দেখতে কিছুটা উড়োজাহাজের মতো এবং গতিও সাধারণ হেলিকপ্টারের চেয়ে বেশি থাকবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই হেলিকপ্টারের দাম পড়বে ২০০ মিলিয়ন ইউরো বা ২১৭ মিলিয়ন মার্কিন ডলার। কোম্পানিটি জানায়, নতুন হেলিকপ্টারের মাধ্যমে দ্রুততম সময়ে কোনো অভিযানে যাওয়া সম্ভাব্য হবে।

এয়ারবাস হেলিকপ্টার কোম্পানির প্রধান ব্রুনো ইভেন বলেন, আমাদের এই নতুন মডেলের হেলিকপ্টারটি চিকিৎসা সেবার ক্ষেত্রে খুব বেশি কাজে আসবে। আমরা সেই বিষয়টিকেই গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি।

এয়ারবাস বিশ্বের বৃহত্তম বেসামরিক সরবরাহকারী কোম্পানি। বছরের পর বছর ধরে লকহিডের সিকোরস্কির মতো প্রতিদ্বন্দ্বীদের পাশাপাশি নতুন হেলিকপ্টার ডিজাইন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে আসছে কোম্পানিটি।