ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভুলে প্রতিপক্ষের সমাবেশে নামতে গেল উপ-মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার, এরপর যা ঘটলো

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৫:১৬ পিএম

বিহারের ভাগলপুর জেলার কাহালগাঁও আসনে নির্বাচনি প্রচারের সময় ঘটে গেল এক বিরল ও চাঞ্চল্যকর ঘটনা। বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে বহনকারী হেলিকপ্টার ভুলবশত বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর জনসভায় অবতরণের চেষ্টা করলে মুহূর্তেই এলাকায় হইচই পড়ে যায়।

বিধানসভা নির্বাচনের প্রচারে অংশ নিতে বিজেপি সমর্থিত এনডিএ ও জেডিইউ একটি বিশাল জনসভা আয়োজন করেছিল। সেই সভায় যোগ দেওয়ার উদ্দেশ্যে সম্রাট চৌধুরী হেলিকপ্টারে করে আসছিলেন। কিন্তু পাইলট ভুল করে আরজেডির সমাবেশের ওপর নামার চেষ্টা করতেই আরজেডি সমর্থকরা দলীয় পতাকা উঁচিয়ে স্লোগান দিতে শুরু করেন। তখনই পাইলট পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত হেলিকপ্টার ঘুরিয়ে সরে যান।

ঘটনার সময় অনেকেই ভেবেছিলেন, হয়তো এটি রাজনৈতিক পালাবদলের নতুন সংকেত, কিন্তু নির্বাচন শেষে দেখা যায় ঠিক উল্টো ভূমিধস বিজয় পায় এনডিএ জোট। পুরো ঘটনাটি নির্বাচনী প্রচারের সময় সমন্বয়হীনতার কারণে সৃষ্ট এক হাস্যকর ও অপ্রত্যাশিত মুহূর্ত হিসেবে আলোচিত হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

DR
আরও পড়ুন