সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভে উত্তাল নেপাল সরকারের সব মন্ত্রীদের তাদের বাসভবন থেকে হেলিকপ্টারে করে সরিয়ে নিয়েছে দেশটির সেনাবাহিনী। এছাড়া সংসদ ভবনেও সেনাবাহিনী মোতায়েন করেছে কতৃপক্ষ।
স্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, দেশব্যাপী বিক্ষোভ তীব্র আকার ধারণ করার সঙ্গে সঙ্গে, নেপালি সেনাবাহিনী হেলিকপ্টার ব্যবহার করে মন্ত্রীপাড়া হিসেবে পরিচিত- ভাইসেপতি এলাকায় মন্ত্রীদের নিজ নিজ বাসভবন থেকে সরিয়ে নিয়েছে। ইতোমধ্যেই বেশ কয়েকজন মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সিনিয়র নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ ভবন রক্ষায় সেনা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি উচ্চপদস্থ কর্মকর্তাদের সেনা ব্যারাকগুলোতে নিরাপত্তা দেওয়া হচ্ছে।
এদিকে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে ওলির পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি ক্রমে নাগালের বাইরে চলে যাচ্ছিল। ছাত্ররা তার বাসভবনে আগুন ধরিয়ে দেন। এ সময় নেপালের প্রেসিডেন্টের বাসভবনেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া দেশটির একের পর এক নেতা-মন্ত্রীর বাড়িতেও অগ্নিসংযোগের খবর আসতে থাকে। ফলে চাপের মুখে নতিস্বীকার করতে হয় ওলিকে।
অন্যদিকে অভূতপূর্ব পরিস্থিতি এবং নিরাপত্তাজনিত শঙ্কার কারণে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। স্থানীয় সময় দুপুরের পর থেকে আন্তর্জাতিক ও দেশীয় ফ্লাইটের উড্ডয়ন বন্ধ রয়েছে।
