গাজায় যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের প্রতি সমর্থন জানিয়েছে ফ্রান্স। তুরস্কের টিআরটি ওয়ার্ল্ডের খবরে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, 'ফ্রান্স আন্তর্জাতিক অপরাধ আদালত, এর স্বাধীনতা এবং সব পরিস্থিতিতে দায়মুক্তির বিরুদ্ধে লড়াইকে সমর্থন করে।'
সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চিফ প্রসিকিউটর করিম খান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আবেদন জানান।
এক বিবৃতিতে করিম খান বলেন, গত ৭ মাস ধরে গাজা উপত্যকার বাসিন্দারা যে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তার জন্য নেতানিয়াহু-হানিয়াসহ ৫ জন মূলত দায়ী।
আবেদনে তিনি বলেন, গত ৭ অক্টোবর থেকে এসব ব্যক্তিরা অপরাধ করে আসছেন—এমন অনেক প্রমাণ রয়েছে। তারা মানবতাবিরোধী কাজও করেছেন।
নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক আইসিসি গত তিন বছর ধরে অধিকৃত এলাকায় ইসরায়েলের কার্যক্রম তদন্ত করছে। সম্প্রতি সেখানে হামাসের কার্যক্রম নিয়েও তদন্ত শুরু করে তারা।
অবশ্য এতে ক্ষুব্ধ হয়ে নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনে গণহত্যার খলনায়ক বেনিয়ামিন নেতানিয়াহু।
সোমবার (২০ মে) নেতানিয়াহু বলেছেন, 'গণতান্ত্রিক ইসরায়েলকে গণহত্যাকারীদের সঙ্গে তুলনা করা হয়েছে।' তিনি বলেছেন, এ তুলনা বাস্তবতার বিকৃতি।