সার্বিয়ায় রেলস্টেশনের ছাদ ধসে নিহত ১৪

সার্বিয়ার নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের প্রবেশপথে ছাদ ধসে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনার পর উদ্ধারকর্মী ও নির্মাণ শ্রমিকরা ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালায়। শুক্রবার (১ নভেম্বর) রাজধানী বেলগ্রেড থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি ব্যবস্থাপনা কেন্দ্রের প্রধান লুকা কসিক বলেছেন, কংক্রিটের বিশাল ওজনের কারণে তল্লাশি ও উদ্ধার অভিযান জটিল হয়ে পড়েছে এবং রাতভর তা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ইভিকা ড্যাচিচ এর আগে তানজুগ নিউজ এজেন্সিকে বলেছিলেন, মৃতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে তিনি আশা করেন না।

ন্যায়বিচারের প্রতিশ্রুতি দিয়ে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক বলেছেন, নিহতদের মধ্যে ৫ জনের পরিচয় এখনও পাওয়া যায়নি।