ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

প্যারিস রেল স্টেশনে বিশ্বযুদ্ধের বোমা!

এসএনসিএফ’ রেল কোম্পানি জানিয়েছে, সেন্ট ডেনিস এলাকার ‘রেল লাইনের মাঝখানে’ বোমাটি পাওয়া গেছে। 

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৬:২৩ পিএম

প্যারিসের রেল স্টেশনে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের একটি বোমা পাওয়া গিয়েছে। প্যারিসের ‘গ্যারে ডু নর্ড’ ব্যস্ততম ট্রেন স্টেশনে বোমা পাওয়া গেলে রেল চলাচলে ব্যাপক বিপর্যয় ঘটে।

শুক্রবার (৭ মার্চ) সকালে বোমাটি পাওয়া যায়। প্যারিস থেকে এএফপি এ খবর জানায়।

এএফপি জানায়, বোমাটি দেখা যাওয়ার ফলে ইউরোস্টারসহ মেট্রো, জাতীয় ও দ্রুতগামী আন্তর্জাতিক ট্রেন পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়। বেশ কয়েকটি ইউরোস্টার যাত্রা বাতিল করা হয়। 

কর্তৃপক্ষ ঝুঁকি মোকাবেলায় এলাকাটি সুরক্ষিত রাখার কারণে যাত্রীরা ব্যাপকভাবে বিড়ম্বনার সম্মুখীন হন। 

‘এসএনসিএফ’ রেল কোম্পানি জানিয়েছে, সেন্ট ডেনিস এলাকার ‘রেল লাইনের মাঝখানে’ বোমাটি পাওয়া গেছে। 

এ ঘটনার পর রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এতে বিপাকে পড়ে হাজারো মানুষ। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার আভাস মেলেনি।

FJ
আরও পড়ুন