যুদ্ধবিরতির মধ্যেও পাল্টাপাল্টি হামলা, লেবাননে নিহত ১১ 

যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইল-হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলা করেছে। এ হামলায় লেবাননে ১১ জন নিহত হয়েছেন। আল জাজিরা এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, সোমবার (২ ডিসেম্বর) যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালায় ইসরাইল। এতে অন্তত দুজন নিহত হন। এ হামলার জবাব দিয়েছে হিজবুল্লাহ। তারা ইসরাইলি সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে গুলি ছোড়ে। 

এরপর লেবাননের একাধিক জায়গায় বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। এ সময় আরও ৯ লেবানিজ নিহত হন। আহত হয়েছেন আরও কয়েকজন।

বুধবার (২৭ নভেম্বর) যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু এরপরও লেবাননে কয়েকবার হামলা চালায় ইসরাইল। এতে হতাহত হন অনেকেই। এই হামলা চুক্তির লঙ্ঘন দাবি করে সোমবার সতর্কীকরণ গুলি চালায় হিজবুল্লাহ। হিজবুল্লাহর গুলির পাল্টা জবাব দিতে লেবাননে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি সামরিক বাহিনী।

আলজাজিরা জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের বুরগাজ এলাকায় ও ইয়ারুন শহরের উপকন্ঠে যুদ্ধবিমান থেকে লাগাতার বোমাবর্ষণ করেছে ইসরাইল। পূর্বাঞ্চলের বেকা উপত্যকাতেও চালানো হয় বিমান হামলা। এতে কয়েকজন নিহত হন। ইসরাইলের সেনাবাহিনী বলছে, কঠোর জবাব দিতে তারা হিজবুল্লাহর বিভিন্ন অবোকাঠামোতে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।