খবরসংযোগ ডেস্ক : দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা বাড়ছেই। একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। বুধবার (২ নভেম্বর) নতুন করে আরো ১০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এর জবাবে তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে দক্ষিণ কোরিয়া। সব মিলিয়ে দুই দেশ এক সকালেই ১৩টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
উত্তর কোরিয়ার ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ে দক্ষিণ কোরিয়ার উপকূলীয় জলসীমার কাছে। এর মাধ্যমে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার উপকূলে উত্তর কোরিয়ার এ ধরণের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওল এ ঘটনাকে সরাসরি সামরিক আক্রমণ হিসেবে অবিহিত করেছেন।
দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তা জানান, উত্তর কোরিয়ার উপকূলীয় এলাকা ওনসান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো তিন ধরনের।
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র ২০০টি বিমান নিয়ে এ অঞ্চলের আকাশ সীমায় সামরিক মহড়া শুরু করেছে। এ মহড়া শুরুর পর উত্তর কোরিয়ার পক্ষ থেকে হুমকি দিয়ে বলা হয়, এসব উস্কানিমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না। সূত্র : বিবিসি