ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গৌরীপুরে ২ মাদকসেবীর কারাদণ্ড

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ০৪:৩৪ পিএম

মো. হুমায়ুন কবির, গৌরীপর (ময়মনসিংহ) : ময়মনসিংহের গৌরীপুরে পৃথক অভিযানে ২ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট ফৌজিয়া নাজনিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১১টায় তাতকুড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে মো. জুয়েল মিয়াকে হেরোইন ও হেরোইন সেবনের সরঞ্জামসহ আটক করে।

এছাড়া পার্শ্ববর্তী কাটাশিয়া গ্রামের মৃত আব্দুস ছোবহানের ছেলে আবদুল গনিকে (৫২) হেরোইন সেবনের দায়ে আটক করে।

পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনকে ৫০০ টাকা জরিমানা এবং ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপরজনকে ৫০০ টাকা জরিমানা এবং ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন