চলমান উত্তেজনার মধ্যে তৃতীয় কোনো দেশ হস্তক্ষেপ করলে তাৎক্ষণিক জবাব দেওয়া হবে—এমন হুঁশিয়ারি দিল ইরান। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল জানায়, “যতদিন না ক্ষয়ক্ষতির সমুচিত জবাব মেলে, ততদিন শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ চলবে।”
যদিও বিবৃতিতে সরাসরি কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি, তবু স্পষ্টভাবে বলা হয়, "এই সংঘাতে বাইরের কোনো পক্ষ জড়ালে, পূর্ব-পরিকল্পিত প্রতিরোধমূলক ব্যবস্থা সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।”
ইরান দাবি করেছে, যুদ্ধ পরিস্থিতির সবরকম প্রস্তুতি তাদের রয়েছে এবং তারা সম্ভাব্য প্রতিক্রিয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।
এদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-ইসরায়েল উত্তেজনা প্রসঙ্গে সাম্প্রতিক বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে তার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।