সিরিয়ায় দ্রুজ ও বেদুইন উপজাতির তীব্র সংঘর্ষ  

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুইদা প্রদেশে যুদ্ধবিরতি ভেঙে সশস্ত্র দ্রুজ মিলিশিয়া ও সুন্নি বেদুইন উপজাতি যোদ্ধাদের মধ্যে আবারও তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) যুদ্ধবিরতির অংশ হিসেবে সুইদা শহর থেকে সিরিয়ার সরকারি বাহিনী সরে যায়। এর পরপরই দ্রুজ সশস্ত্র গোষ্ঠীগুলো বিভিন্ন এলাকা থেকে বেদুইন পরিবারগুলোকে জোরপূর্বক সরিয়ে দেয়। এর জেরেই শুক্রবার পুনরায় সংঘর্ষ শুরু হয়, যা এখন আরও তীব্রতর হচ্ছে। 

যুক্তরাজ্য-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, ‍সুইদা শহরের দক্ষিণ-পশ্চিমে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে, একদিকে রয়েছে সরকারি বাহিনীর সমর্থিত উপজাতীয় যোদ্ধা এবং বেদুইনরা, অন্যদিকে দ্রুজ যোদ্ধারা। 

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে আরব উপজাতির যোদ্ধাদের সহায়তায় বেদুইনরা পাল্টা আক্রমণ শুরু করে, বেশ কয়েকটি গ্রামের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে এবং সুইদা শহরের পশ্চিম গেটের দিকে এগিয়ে যায়। প্রতিক্রিয়ায় দ্রুজ সশস্ত্র গোষ্ঠীগুলো শহরের উপকণ্ঠ থেকে সরে যায় এবং শহরের কেন্দ্রস্থলে প্রতিরক্ষামূলক ঘাঁটি স্থাপন করে। 

এদিকে সিরিয়ার সরকার বর্তমান যুদ্ধে সরাসরি জড়িত হওয়া থেকে বিরত রয়েছে, তবে সুইদা শহরে যাওয়ার প্রধান রাস্তাগুলোর ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। 

গত রোববার দেশটির রাজধানী দামেস্কের একটি সড়কে দ্রুজ গোষ্ঠীর এক সবজি বিক্রেতা অপহরণের শিকার হন। এর পরপরই সেখানে পাল্টা অপহরণের ঘটনা ঘটে। পরবর্তীতে অপহৃতদের মুক্তি দেওয়া হলেও সোমবার সুইদা শহরের বাইরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এই সংঘর্ষ ঠেকাতে শহরটিতে প্রবেশের চেষ্টা করে সিরিয়ার সরকারি বাহিনী। তারা ট্যাংকসহ অন্যান্য ভারী অস্ত্র নিয়ে আসেন। তবে সিরিয়ার সরকারি বাহিনীকে শহরটিতে প্রবেশ করার পর তাদের ওপর হামলা চালায় ইসরায়েল।

এছাড়াও বুধবার দামেস্কে অবস্থিত সিরিয়ার সেনাবাহিনীর সদর দপ্তর, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা- এসওএইচআর বৃহস্পতিবার সন্ধ্যায় জানায়, গত রোববার থেকে শুরু হওয়া সাম্প্রদায়িক সহিংসতায় অন্তত ৫৯৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩০০ জনই দ্রুজ গোষ্ঠীর। তাদের মধ্যে ১৪৬ জন যোদ্ধা এবং ১৫৪ জন বেসামরিক নাগরিক। এর মধ্যে অন্তত ৮৩ জনকে সরকারি বাহিনী সরাসরি হত্যা করেছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি।

এছাড়া সহিংসতায় সরকারি বাহিনীর ২৫৭ জন সদস্য এবং ১৮ জন বেদুইন যোদ্ধাও নিহত হয়েছেন। পাল্টা হামলায় দ্রুজ যোদ্ধারা ৩ জন বেদুইন বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলেও জানায় এসওএইচআর।

সূত্র: আলজাজিরা, আনাদোলু