ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা: আহত ১৩

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:৪৯ এএম

যুদ্ধ অবসানের লক্ষ্যে যখন সংযুক্ত আরব আমিরাতে আলোচনা চলছে, ঠিক তখনই ইউক্রেনের দুই বৃহত্তম শহর—রাজধানী কিয়েভ ও উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। 

শনিবার (২৪ জানুয়ারি) ভোরে চালানো এই হামলায় দুই শহরে অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো জানিয়েছেন, দিনিপ্রো নদীর দুই তীরের অন্তত দুটি জেলায় ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলায় আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। টেলিগ্রামে এক বার্তায় মেয়র বলেন, “কিয়েভ এখন ব্যাপক শত্রু হামলার সম্মুখীন।”

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাজধানী লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র—উভয়ই ব্যবহার করেছে রাশিয়া। কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো জানান, ড্রোনের আঘাতে অন্তত তিনটি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নতুন বছরের শুরু থেকে কিয়েভে এটি দ্বিতীয় বড় ধরনের হামলা। মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়াসের হাড়কাঁপানো শীতের মধ্যে এই হামলায় শত শত আবাসিক ভবনে বিদ্যুৎ ও তাপ সরবরাহ বন্ধ হয়ে গেছে। জরুরি পরিষেবার কর্মীরা বর্তমানে বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারে কাজ করছেন।

অন্যদিকে, রুশ সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত খারকিভেও একাধিক ড্রোন হামলা হয়েছে। শহরের মেয়র ইহোর তেরেখভ জানান, সেখানে অন্তত ১১ জন আহত হয়েছেন। হামলায় বাস্তুচ্যুতদের একটি ডরমিটরি, একটি সাধারণ হাসপাতাল এবং একটি মাতৃসদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে যুদ্ধ অবসানের লক্ষ্যে দুই দিনের আলোচনার প্রথম দিন শেষ হওয়ার পরপরই এই হামলাগুলো চালানো হলো। প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধ বন্ধে বিশ্ব সম্প্রদায়ের আগ্রহের মাঝেই রাশিয়ার এই নতুন আগ্রাসন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

DR/AHA
আরও পড়ুন