বেলুচিস্তানের ১২ স্থানে একযোগে হামলা, নিহত ৪৭

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৪:৪৩ পিএম

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের ১২টি স্থানে একযোগে সন্ত্রাসী হামলা হয়েছে। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর অন্তত ১০ সদস্য প্রাণ হারিয়েছেন। নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩৭ সন্ত্রাসীও নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

শনিবার (৩১ জানুয়ারি) পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম 'দ্য ডন' এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, এই হামলার নেপথ্যে রয়েছে ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামক একটি গোষ্ঠী। তবে নিরাপত্তা বাহিনীর সময়োপযোগী পদক্ষেপের কারণে তাদের বড় ধরনের নাশকতার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। অভিযানে ৩৭ জন সন্ত্রাসীকে ‘নরকে পাঠানো হয়েছে’ বলে উল্লেখ করেছে সামরিক সূত্রটি।

রেডিও পাকিস্তানের খবরে বলা হয়েছে, বেলুচিস্তানের বিভিন্ন স্থানে এখনো নিরাপত্তা বাহিনীর অভিযান ও সংঘর্ষ চলছে। গত ৪৮ ঘণ্টায় প্রদেশটিতে মোট ৮৮ জন সন্ত্রাসী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে বৃহস্পতিবার হারনাই ও পাঞ্জগুর জেলায় বিশেষ অভিযানে ৪১ জন সন্ত্রাসী নিহত হয়েছিল।

হামলার পর কুয়েটা, সিবি ও চামানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে এসব এলাকায় মোবাইল ফোন সেবা চালু থাকলেও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

বেলুচিস্তানের পরিকল্পনামন্ত্রী মীর জহুর আহমেদ বুলেদি এই সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ‘সন্ত্রাসীরা বেলুচিস্তানকে জিম্মি করতে পারবে না। জনগণের সমর্থনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিচ্ছে।’

FJ
আরও পড়ুন