ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে দেশটির ওপর মোট শুল্ক হার দাঁড়ালো ৫০ শতাংশে। এটি যুক্তরাষ্ট্রের কোনো বড় বাণিজ্য অংশীদারের ওপর অন্যতম সর্বোচ্চ শুল্কহার।

বুধবার (৬ আগস্ট) হোয়াইট হাউজ থেকে এক নির্বাহী আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আমি দেখতে পাচ্ছি যে, ভারত সরকার সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি করছে।

ডোনাল্ড ট্রাম্প ওই আদেশে আরও বলেন, আইন অনুযায়ী, ভারতের আমদানি পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই নতুন শুল্ক ২১ দিনের মধ্যে কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

সূত্র: সিএনবিসি, রয়টার্স