চার বছরের সমন্বিত পরিকল্পনার পর উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) আগামী বছর থেকে একক পর্যটন ভিসা চালু করতে যাচ্ছে। সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল-খাতিব এই ঘোষণা দিয়েছেন।
বাহরাইনের মানামায় গালফ গেটওয়ে ইনভেস্টমেন্ট ফোরামে দেয়া বক্তৃতায় আল-খাতিব বলেন, ‘উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলো পর্যটন খাতে ঐতিহাসিক পরিবর্তনের মুখে। এখন এটি তেল ও বাণিজ্যের পাশাপাশি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভে পরিণত হচ্ছে।’
জিসিসি একক ভিসার মাধ্যমে পর্যটকরা একবার আবেদন করেই সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমান একসাথে ভ্রমণ করতে পারবেন। এই ভিসার নাম হবে ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরস ভিসা’। ভিসাটি পর্যটন ও পারিবারিক ভ্রমণের জন্য প্রযোজ্য হবে এবং সম্পূর্ণভাবে অনলাইনে আবেদন করা যাবে।
ভ্রমণকারীরা চাইলে একক দেশ বা সমস্ত ছয়টি দেশে প্রবেশের সুবিধা নিতে পারবেন। ভিসার মেয়াদ হবে এক থেকে তিন মাস পর্যন্ত। প্রাথমিকভাবে এটি শুধুমাত্র পর্যটন ও পারিবারিক ভ্রমণের জন্য প্রযোজ্য থাকবে।
আল-খাতিব আরও বলেন, ‘গত বছর গালফের চারটি প্রধান এয়ারলাইন্স প্রায় ১.৫ কোটি যাত্রী পরিবহন করেছে, যার মধ্যে মাত্র ৭০ মিলিয়ন যাত্রীই উপসাগরীয় দেশগুলোর মধ্যে ভ্রমণ করেছেন। এই ব্যবধানই দেখাচ্ছে অভ্যন্তরীণ ভ্রমণের বিশাল সম্ভাবনা।’
জিসিসি কর্মকর্তারা জানিয়েছেন, একক ভিসার ফলে পর্যটকদের অবস্থানকাল বৃদ্ধি পাবে, একাধিক শহরে ভ্রমণ বৃদ্ধি পাবে এবং ব্যয়ও ছড়িয়ে পড়বে। ভিসার জন্য প্রয়োজন হবে কমপক্ষে ছয় মাস মেয়াদী পাসপোর্ট, আবাসনের তথ্য, পাসপোর্ট সাইজ ছবি, ভ্রমণ বিমা এবং আর্থিক সক্ষমতার প্রমাণ। আবেদন প্রক্রিয়া হবে সরল, সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে নথি আপলোড, ফি পরিশোধ ও ই-মেইলে ডিজিটাল ভিসা গ্রহণ সম্ভব হবে।
পর্যটন খাতের এই উদ্যোগের মাধ্যমে উপসাগরীয় দেশগুলোকে একক পর্যটন অঞ্চলের মতো প্রচার করা হবে, যা দীর্ঘকালীন ভ্রমণ, বিস্তৃত যাত্রাপথ এবং উচ্চ ব্যয়ের প্রবণতা বাড়াবে। আগামী মাসগুলোতে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
সূত্র: গালফ নিউজ