ফিলিপাইনে আঘাত হানছে সুপার টাইফুন ‘ফাং ওয়াং’, মৃত্যু ২

ফিলিপাইনে ধেয়ে আসা প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ফাং ওয়াং-এর অগ্রভাগ ইতোমধ্যেই দেশটির মধ্য ও পূর্বাঞ্চলে তাণ্ডব শুরু করেছে। প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়ার আঘাতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। এখন পর্যন্ত কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাইকোল প্রদেশসহ বিস্তীর্ণ অঞ্চল।

স্থানীয় সময় রোববার (৯ নভেম্বর) রাতেই সুপার টাইফুনটির চোখ বা সেন্টার উত্তর লুজনের অরোরা প্রদেশে আঘাত হানতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর পাগাসা সতর্কতা জারি করেছে। এখন পর্যন্ত ১০ লাখের বেশি মানুষ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে লুজনে এখন ঘণ্টায় সর্বোচ্চ ১৮৫ কি.মি. বেগে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। লুজনের বহু এলাকা সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। মেট্রো ম্যানিলাসহ আশপাশে লেভেল-৩ সতর্কতা জারি রয়েছে। বেশ কয়েকটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করা হয়েছে-যার মধ্যে রয়েছে বাইকোল আন্তর্জাতিক বিমানবন্দর এবং মেট্রো ম্যানিলার স্যাংলি বিমানবন্দর।

কাটবালোগান সিটিতে বাড়ি ধসের পর এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পূর্বের টাইফুন ‘কালমেগি’তে ক্ষতিগ্রস্ত দেশটি আবার নতুন বিপর্যয়ের মুখে এসে পড়েছে। সোমবার ফাং ওয়াং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং মঙ্গলবার উত্তর দিকে বাঁক নিতে পারে। তবে তীব্রতা বজায় থাকবে।