ফিলিপাইনে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৪:২৮ পিএম

ফিলিপাইনে ৬.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে শক্তিশালী এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (৭ জানুয়ারি) দেশটির মিন্দানাও অঞ্চলে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। 

ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুরিগাও দেল সুর প্রদেশের হিনাতুয়ান শহরের বাকুলিন গ্রাম থেকে প্রায় ৬৮ কিলোমিটার পূর্বে, ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

অন্যদিকে, ফিলিপাইনের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ফিভোলকস (PHIVOLCS) ভূমিকম্পটির মাত্রা ৬.৪ এবং গভীরতা ২৩ কিলোমিটার বলে উল্লেখ করেছে।

ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামির শঙ্কা থাকলেও ফিভোলকসের পরিচালক তেরেসিতো বাকোলকল জানিয়েছেন, এই ভূমিকম্প থেকে ধ্বংসাত্মক কোনো সুনামি হওয়ার আশঙ্কা নেই। তবে বড় ধরনের পরাঘাত বা আফটারশকের বিষয়ে স্থানীয়দের সতর্ক করা হয়েছে।

হিনাতুয়ানের স্থানীয় পুলিশ জানায়, কম্পন অনুভূত হওয়ার পরপরই আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থানের কারণে ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।

DR/FJ
আরও পড়ুন