ফিলিপাইনে বিশাল আবর্জনার স্তূপ ধসে পড়ে এক নারী নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ৩০ জনের বেশি মানুষ। সেবু সিটির বিনালিউ ল্যান্ডফিলে ধসের পর উদ্ধারকারীরা আবর্জনার স্তূপের নিচ থেকে ১২ স্যানিটেশন কর্মীকে উদ্ধার করেন। পরে তাদের আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। খবর বিবিসির।
নিখোঁজদের মধ্যে অনেকেই ল্যান্ডফিলে কর্মরত শ্রমিক বলে ধারণা করা হচ্ছে। সেবু সিটির মেয়র স্থানীয় সংবাদমাধ্যম এবিএস-সিবিএনকে জানান, আরও ধসের আশঙ্কা থাকায় উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে। ধসের সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়। তবে সেবু সিটি কাউন্সিলর জোয়েল গারগানেরা বলেন, দুর্বল বর্জ্য ব্যবস্থাপনার ফলেই এ দুর্ঘটনা ঘটেছে।
বেসরকারি মালিকানাধীন ওই ল্যান্ডফিলে বিভিন্ন সরকারি সংস্থা ও বেসামরিক সংগঠন থেকে প্রায় ৩০০ জন উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে একাধিক খননযন্ত্র, অ্যাম্বুলেন্স ও ফায়ার ট্রাকও দেখা গেছে।
শুক্রবার (৯ জানুয়ারি) ফেসবুকে দেয়া এক পোস্টে সেবু সিটির মেয়র নেস্টর আর্কাইভাল বলেন, ‘নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে সব উদ্ধারকারী দল পূর্ণ উদ্যমে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটি সাধারণ ভূমিধসের মতো নয়, যেখানে শুধু খনন করলেই হয়। ধ্বংসস্তূপ সরাতে গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।’
কাউন্সিলর জোয়েল গারগানেরা স্থানীয় পত্রিকা দ্য ফ্রিম্যানকে জানান, ল্যান্ডফিলের অপারেটররা আবর্জনার স্তূপ কেটে মাটি উত্তোলন করছিলেন। পরে সেই জায়গায় আবার আবর্জনা ফেলেছিলেন। এটি কার্যত একটি খোলা ডাম্পিং সাইটে পরিণত হয়েছে।’

