মসজিদে নববীতে ১ হাজার ৩৫২ নারী নিয়োগ

সৌদি কর্তৃপক্ষ মদিনার মসজিদে নববীতে নারী মুসল্লিদের সহযোগিতার জন্য প্রায় দেড় হাজার প্রশিক্ষিত নারী সেবিকা নিয়োগ দিচ্ছে। পবিত্র রমজান মাসে তারা স্বেচ্ছাশ্রমে ভিড় ব্যবস্থাপনা এবং বয়স্ক ও শারীরিক প্রতিবন্ধীদের সেবা দেবেন।

মসজিদে নববীতে রয়েছে বিশ্ব মুসলিমের প্রাণের স্পন্দন রাসূলুল্লাহ এর রওজা মোবারক। তার পাশে আছে প্রখ্যাত কয়েকজন সাহাবীর কবর। এই কারণেই পবিত্র মক্কার পরেই সারা বিশ্ব থেকে আগত লাখ লাখ নারী- পুরুষ মদিনার মসজিদে নববীতে জিয়ারতের উদ্দেশ্যে উপস্থিত হন।

সৌদি সরকার পর্যটকসহ মক্কা ও মদিনায় আগত মুসল্লিদের সর্বোচ্চ মানের সেবা দিতে প্রতিনিয়ত জনবল নিয়োগ দিচ্ছে। সেটারই অংশ হিসেবে এবার মদিনায় আগত নারী মুসল্লিদের সেবা দিতে প্রশিক্ষিত ১ হাজার ৩৫২ জন নারীকে নিয়োগ দিচ্ছে।

সৌদি কর্তৃপক্ষ জানায়, রমজান শুরুর আগেই তাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নতুন নিয়োগকৃতরা মসজিদে আগত মুসল্লিদের স্রোতের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়ে, নিয়ম শৃঙ্খলা সেবা বৃদ্ধি, মসজিদ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং সঠিকভাবে ভিড় সামলানোসহ নানান কাজ করেছেন।