সিরিয়ায় হঠাৎ হামলা, অন্তর্বর্তী সরকারের ১৪ কর্মকর্তা নিহত

সিরিয়ায় এক অতর্কিত হামলায় নিহত হয়েছেন দেশটির অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তা। এ সময় কমপক্ষে আরও ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলের তারতুস শহরের কাছে এই হামলার ঘটনা ঘটে।

সিরিয়ার নিরাপত্তা বাহিনী রাজধানী দামেস্কের কাছে অবস্থিত সাইদনায়া কারাগারে এক সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তার করতে গেলে এই হামলার ঘটনা ঘটে।

সিরিয়ার সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী এ হামলা করেছে বলে বুধবার (২৫ ডিসেম্বর) জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আবদুল রহমান।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, সংঘর্ষে তিন বিদ্রোহীও নিহত হয়েছেন। এই ঘটনার পর নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে।

চলতি মাসের শুরুতে সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর কয়েকটি আলোচিত ঘটনা দেশটিতে সাম্প্রদায়িক উত্তেজনা বেড়েছে। সূত্র: বিবিসি ও সূত্র: ইউএনবি