ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মে হামলা, কমান্ডার নিহত

ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মে বোমা হামলা করেছে ইসরায়েল। শুক্রবার (২০ জুন) ইসরায়েলি সেনাবাহিনী এ দাবি করেছে। খবর আলজাজিরার।

শুক্রবার (২০ জুন) দুপুরে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলে নিক্ষেপের জন্য প্রস্তুত তিন ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্মে আক্রমণ করেছে। সেনাবাহিনী বিস্তারিত তথ্য না দিয়ে জানিয়েছে, যে সামরিক কমান্ডার উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিলেন তিনিই নিহত হয়েছেন। এ হামলা ছিল সুনির্দিষ্ট।

আলজাজিরা বলছে, আমরা যখন আরও তথ্য পাবো তখন পাঠকদের জানাবো। ইরানি অফিশিয়ালরা এখনও কোনো মন্তব্য করেনি।

ইরানে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় ৬০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নেয়।