সৌদি আরবের রাজধানী রিয়াদে বসবাসরত নাগরিকদের জন্য ‘রিয়েল স্টেট ব্যালেন্স’ নামের একটি জমি ক্রয় প্ল্যাটফর্ম চালু করেছে দ্য রয়েল কমিশন ফর রিয়াদ সিটি (RCRC)।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জমি সংক্রান্ত এক নির্দেশনার ভিত্তিতে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে, যার লক্ষ্য হলো সুলভ দামে রিয়াদবাসীদের জন্য আবাসন সুবিধা নিশ্চিত করা।
আরব নিউজ জানিয়েছে, নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে আগামী পাঁচ বছরে প্রতি বছর ১০ হাজার থেকে ৪০ হাজার প্লট বরাদ্দ দেওয়া হবে। প্রতি স্কয়ার মিটারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০০ সৌদি রিয়াল (প্রায় ৪০০ মার্কিন ডলার)।
জমি কেনার শর্তাবলি
- আবেদনকারীকে অবশ্যই সৌদি নাগরিক হতে হবে
- বিবাহিত, অথবা বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে
- রিয়াদে অন্তত তিন বছর বসবাস করতে হবে
- নিজের নামে অন্য কোনো সম্পত্তি থাকা যাবে না
আগ্রহী ব্যক্তিরা ২৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন করতে হবে:https://tawazoun.rcrc.gov.sa
বাছাইকৃত আবেদনকারীদের নির্ধারিত জমি বরাদ্দ দেওয়া হবে এবং ভবন নির্মাণের জন্য ১০ বছর সময় দেওয়া হবে। তবে এই সময়ের মধ্যে জমি বিক্রি বা মালিকানা পরিবর্তন করা যাবে না, কিন্তু অর্থের প্রয়োজনে জমি বন্ধক রাখা যাবে।
রয়েল কমিশন থেকে স্পষ্ট জানানো হয়েছে, শুধু আবেদন করলেই জমি পাওয়া যাবে এমন নিশ্চয়তা নেই। এই প্রকল্পের কোনো তৃতীয় পক্ষ বা এজেন্ট নেই। শুধুমাত্র উল্লিখিত সরকারি ওয়েবসাইট থেকেই আবেদন করতে হবে।