ইসরায়েলি সামরিক বাহিনী বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ইয়েমেনের রাজধানী সানায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। হুথি-ঘনিষ্ঠ টিভি চ্যানেল আল মাসিরাহ জানিয়েছে, হামলার পর শহরের আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলি ছড়িয়ে পড়ে, আতঙ্কে কাঁপে গোটা এলাকা।
ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, হুথি বিদ্রোহীদের কমান্ড সেন্টার, নিরাপত্তা ও গোয়েন্দা শাখার স্থাপনাগুলোকে লক্ষ্য করে ডজনাধিক যুদ্ধবিমান এবং বিমান সহায়তা ইউনিট মোতায়েন করা হয়।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন, হামলায় ডজনখানেক হুথি যোদ্ধা নিহত হয়েছেন। তবে হুথি-ঘনিষ্ঠ গণমাধ্যমগুলো বলছে, এতে মাত্র ২ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন।
আক্রমণের সময় হুথি নেতা আব্দুল-মালিক আল-হুথি সরাসরি টেলিভিশনে ভাষণ দিচ্ছিলেন বলে জানা গেছে।
ইসরায়েলি বাহিনী আরও জানায়, হামলায় হুথিদের সামরিক প্রচারণা বিভাগ, অস্ত্র মজুত ক্যাম্প এবং লজিস্টিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। তারা দাবি করে, ইসরায়েলের ওপর চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে।
এর একদিন আগেই হুথি বিদ্রোহীরা ইসরায়েলের লোহিত সাগরের তীরবর্তী শহর এইলাতের একটি হোটেলে ড্রোন হামলা চালানোর দাবি করে। তার জবাবে ইসরায়েল হুদায়দা বন্দরে ১২ দফা বিমান হামলা চালায়।