গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে স্পেনজুড়ে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। তবে এই রাজনৈতিক উত্তেজনার মধ্যেও একটি মানবিক মুহূর্ত ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মাদ্রিদে ইসরায়েলবিরোধী এক বিক্ষোভে এক নারী বিক্ষোভকারীকে পুলিশের হেলমেটে চুমু খেতে এবং তাকে উইংক করতে দেখা গেছে-যা দ্রুতই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) মাদ্রিদে চলছিল আন্তর্জাতিক সাইক্লিং প্রতিযোগিতা ‘লা ভুয়েলতা আ এসপানা ২০২৫’-এর চূড়ান্ত ধাপ। ইতালির তুরিন থেকে শুরু হওয়া এই রেস শেষ হওয়ার কথা ছিল মাদ্রিদে। তবে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভের কারণে শেষ ধাপ শুরু হওয়ার আগেই- ৫৫ কিলোমিটার বাকি থাকতে- রেস বাতিল ঘোষণা করা হয়।
এ সময় ডেনমার্কের সাইক্লিস্ট জোনাস ভিনগারগার্ড-কে বিজয়ী ঘোষণা করে আয়োজক কর্তৃপক্ষ। এদিকে রেসে অংশ নিয়েছিল ইসরায়েল-প্রিমিয়ার টেক সাইক্লিং দল, যার মালিক ইসরায়েলি-কানাডীয় ব্যবসায়ী সিলভান অ্যাডামস। তাদের উপস্থিতির বিরুদ্ধেই ছিল এই তীব্র প্রতিবাদ।
বিক্ষোভ চলাকালে মাদ্রিদের রাস্তায় মোতায়েন করা হয় ১,০০০-এর বেশি পুলিশ। এই সময়েই এক নারী বিক্ষোভকারী পুলিশের হেলমেটে চুমু খান এবং তাকে উইংক করেন- ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিতে দিতে। আশপাশে তখন উড়ছিল ফিলিস্তিনের পতাকা, আর পটভূমিতে চলছিল প্রতিবাদী স্লোগান।
স্প্যানিশ সংবাদমাধ্যম ভিডিওটি শেয়ার করে লেখেন- এক বিক্ষোভকারী পুলিশের সঙ্গে ‘ফ্লার্ট’ করেন... উইংক আর হাসির মধ্যে উভয়ে নিজেদের অবস্থানে স্থির থাকেন।
ভাইরাল ভিডিওর লিংক: https://twitter.com/i/status/1967279974408401355
পুলিশ সদস্যটির মুখে তখন ছিল মৃদু হাসি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নানা মন্তব্য দেখা যায়। কেউ বলেন, ভালোবাসা সবসময় যুদ্ধের চেয়ে শক্তিশালী।
এক ভারতীয় ব্যবহারকারী লিখেছেন, যখন স্ত্রী সরকারবিরোধী বিক্ষোভে, আর স্বামী পুলিশের ডিউটিতে- তখন এমন দৃশ্যই তৈরি হয়।
তবে এখনও পর্যন্ত ওই নারী বা পুলিশ সদস্যের পরিচয় জানা যায়নি।

এদিকে অনেকে ভিডিওটিকে ২০১৩ সালের একটি ঘটনার সঙ্গে মেলাতে চেয়েছেন। সেই বছর ইতালিতে নিনা দে শিফ্রে নামের এক নারী একটি প্রতিবাদে পুলিশের হেলমেটে চুমু দিয়েছিলেন। তবে স্পেনের বর্তমান ভিডিওটির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এটি একটি নতুন ও স্বতন্ত্র ঘটনা।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ইসরায়েল গাজায় যে বর্বরতা চালাচ্ছে, তা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বন্ধ হওয়া উচিত।
তিনি জানান, স্প্যানিশ সরকার ইসরায়েলের ডিজাইন করা রকেট লঞ্চার কেনার প্রায় ৭০০ মিলিয়ন ইউরোর চুক্তিও বাতিল করেছে।
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ জোরালো হচ্ছে, আর স্পেনে এই প্রতিবাদ শুধু কণ্ঠস্বরেই সীমাবদ্ধ থাকেনি, তা থেমে দিয়েছে এক আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতাও। তবে সেই বিক্ষোভে এক নারী ও এক পুলিশ সদস্যের সংক্ষিপ্ত মুহূর্ত পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে পড়েছে- প্রতিবাদের ভিড়ে একটি মানবিক, নাটকীয় ও অনেকের মতে, প্রতীকী মুহূর্ত।
গাজায় যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের নতুন পরিকল্পনা
গাজায় অব্যাহত ইসরায়েলি হামলা, নিহত আরও ৮৫