সৌদি আরবে অবৈধ অবস্থান, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ২৩ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পরিচালিত দেশব্যাপী বিশেষ অভিযানে ২১ হাজার ৬৫১ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১৩ হাজার ২৭৯ অভিবাসীকে বহিষ্কার করে দেশটি। শনিবার (১ নভেম্বর) স্থানীয় সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদের মধ্যে ১২ হাজার ৭৪৫ জন আবাসন (ইকামা) আইন লঙ্ঘনকারী, ৪ হাজার ৫৭৭ জন সীমান্ত নিরাপত্তা আইন ভাঙার দায়ে, ৪ হাজার ৩২৯ জন শ্রম আইন লঙ্ঘনকারী।
অভিযানের সময় এক হাজার ৬৮৯ ব্যক্তি অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় ধরা পড়েন। তাদের মধ্যে ইথিওপিয়ার নাগরিক ৫৩ শতাংশ এবং ইয়েমেনের ৪৬ শতাংশ। অন্যান্য দেশের নাগরিক এক শতাংশ।
এ ছাড়া ৫৯ জন সৌদি আরব ছাড়তে গিয়ে অবৈধ অবস্থানের কারণে আটক হয়েছেন এবং ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে যারা অবৈধ প্রবাসীদের আবাসন, পরিবহন বা কাজে নিয়োজিত করেছিলেন।
বর্তমানে ৩১ হাজার ৮২৬ জন আটক অবস্থায় রয়েছে, যার মধ্যে ৩০ হাজার ১৫১ পুরুষ এক হাজার ৬৭৫ জন নারী। আরও ২১ হাজার ৯৮০ জনকে নিজ নিজ দূতাবাসের মাধ্যমে ভ্রমণ নথি সংগ্রহের প্রক্রিয়ায় পাঠানো হয়েছে।
৫ হাজার ১০ জন দেশে ফেরার প্রস্তুতি সম্পন্ন করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সৌদিতে অবৈধ অবস্থান শূন্যের কোঠায় নামিয়ে আনতেই এই অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: গালফ নিউজ