গুয়াতেমালায় বাস খাদে পড়ে নিহত ১৫

গুয়াতেমালার ইন্টার-আমেরিকান মহাসড়কে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৫ জন মারা গেছে এবং ১৯ জন আহত হয়েছে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (২৭ ডিসেম্বর) দুর্গম এলাকা ‘আলাস্কা পিক’-এ এই দুর্ঘটনাটি ঘটে।

শনিবার স্থানীয় দমকল বাহিনীর মুখপাত্র লিয়ান্দ্রো আমাদো জানিয়েছেন, পশ্চিম গুয়াতেমালার তোতোনিকাপান বিভাগে অবস্থিত এই এলাকা ঘন কুয়াশায় ভরা, ফলে প্রায়ই যানবাহন চালকদের দৃষ্টিশক্তি কমে যাওয়ায় এসব দুর্ঘটনা ঘটছে।

আমাদো আরও জানান, গুয়াতেমালা সিটি থেকে মেক্সিকো সীমান্তের সান মার্কোস বিভাগের দিকে চলন্ত বাসটি প্রায় ৭৫ মিটার গভীর খাদে পড়ে অন্তত ১৫ জন মারা গেছেন এবং ১৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন পুরুষ, ৩ জন নারী এবং ১ জন শিশু রয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দমকল বাহিনী দুর্ঘটনাস্থল ও উদ্ধারকাজের ছবি শেয়ার করেছে। ছবিতে দেখা যাচ্ছে, উদ্ধারকর্মীরা বিধ্বস্ত বাসের চারপাশে হতাহতদের উদ্ধার করছে। স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে যাত্রীদের আত্মীয়রা ঘটনাস্থল ও আশপাশের হাসপাতালে তাদের প্রিয়জনদের খোঁজ নিতে চলে আসে।

এ বছরও গুয়াতেমালায় একই ধরনের এক বাস দুর্ঘটনায় ৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।

সূত্র : রয়টার্স