ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে ভারতের পণ্যে নতুন এ শুল্কনীতি কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (৩০ জুলাই) বলেছেন, আগামী ১ আগস্ট থেকে ভারতের আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র।
ট্রাম্প আরও বলেন, ওই দিনই ভারতের ওপর আরও একটি অজানা ধরনের শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর হবে, তবে তিনি সেই শাস্তির পরিমাণ বা কারণ বিস্তারিতভাবে জানাননি।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘যদিও ভারত আমাদের বন্ধু, তবুও বহু বছর তাদের সঙ্গে আমাদের বাণিজ্যের হার কম। কারণ তাদের শুল্ক হার অত্যন্ত বেশি, বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। এছাড়াও তাদের সবচেয়ে কঠোর ও বিরক্তিকর অ-আর্থিক বাণিজ্য বাধা তো আছেই।’
তিনি আরও বলেন, ‘ভারত সবসময়ই তাদের সামরিক সরঞ্জামের বিশাল অংশ রাশিয়া থেকে কিনেছে এবং চীনের পাশাপাশি রাশিয়ার জ্বালানির সবচেয়ে বড় ক্রেতা তারা। এগুলো মোটেই ভালো লক্ষণ নয়!’
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় নেতৃত্ব দেওয়া ভারতের বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য জানতে চাওয়া হলেও তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি।