নোবেল বিজয়ীর নাম প্রকাশ শুরু ৬ অক্টোবর

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার নোবেল পুরস্কারের মৌসুম শুরু হচ্ছে চলতি অক্টোবর মাসে। প্রথা অনুযায়ী প্রতিবছর এ মাসের প্রথম সোমবার (৬ অক্টোবর) থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। সেই হিসেবে, এ বছর ৬ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত চলবে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা।

প্রথম দিন, সোমবার চিকিৎসাশাস্ত্রের নোবেল পুরস্কার ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু হবে। এরপর ধারাবাহিকভাবে পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি এই ছয়টি শাখায় বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

নোবেল পুরস্কারের শাখা ও ঘোষণার দিনক্ষণ

শাখাঘোষণার সম্ভাব্য তারিখপ্রদানকারী সংস্থা
চিকিৎসাশাস্ত্র/শারীরবিজ্ঞানসোমবার, ৬ অক্টোবরকারোলিনস্কা ইনস্টিটিউট (সুইডেন)
পদার্থবিদ্যামঙ্গলবার, ৭ অক্টোবররয়েল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস
রসায়ন বুধবার, ৮ অক্টোবররয়েল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস
সাহিত্যবৃহস্পতিবার, ৯ অক্টোবরসুইডিশ অ্যাকাডেমি
শান্তিশুক্রবার, ১০ অক্টোবরনরওয়ের সংসদ (স্টরটিং)
অর্থনীতিসোমবার, ১৩ অক্টোবররয়েল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস

 

পুরস্কার ঘোষণার পুরো প্রক্রিয়াটি ‘নোবেল প্রাইজ’ ওয়েবসাইট থেকে সরাসরি প্রকাশ করা হবে।

নোবেল পুরস্কারের যাত্রা শুরু হয় সুইডিশ রসায়নবিদ ও উদ্যোক্তা আলফ্রেড নোবেলের হাত ধরে। ডিনামাইট আবিষ্কার করে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছিলেন। জীবনের শেষ প্রান্তে তিনি সিদ্ধান্ত নেন, তাঁর অর্জিত সম্পদ মানবকল্যাণে অসাধারণ অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়ার জন্য ব্যয় হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ১৯০১ সালে প্রথমবার পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও শান্তি শাখায় নোবেল পুরস্কার প্রদান করা হয়।

অর্থনীতিতে নোবেল পুরস্কার অবশ্য মূল পুরস্কারের অংশ ছিল না। এটি ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক তাদের ৩০০তম বার্ষিকী উদযাপনের সময় আলফ্রেড নোবেলের স্মৃতিতে চালু করে। এটিও মূল নোবেল পুরস্কারের নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়।

কারা পুরস্কার প্রদান করেন

আলফ্রেড নোবেল নিজেই নির্ধারণ করেছিলেন কোন শাখার পুরস্কার কোন সংস্থা প্রদান করবে

  • পদার্থবিদ্যা ও রসায়ন: রয়েল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস
  • সাহিত্য: সুইডিশ অ্যাকাডেমি
  • চিকিৎসা/শারীরবিজ্ঞান: সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউট
  • শান্তি: নরওয়ের সংসদ (নোবেল কেন শান্তি পুরস্কারের জন্য নরওয়েকে বেছে নিলেন, তা স্পষ্ট নয়। তবে সে সময় সুইডেন ও নরওয়ে রাজনৈতিকভাবে যুক্ত ছিল)।

নোবেল পুরস্কারের প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয়। মনোনীতদের নাম সাধারণত প্রকাশ করা হয় না এবং বিচারকদের আলোচনা-পর্যালোচনা ৫০ বছর পর্যন্ত গোপন রাখা হয়। তবে মনোনয়নদাতারা চাইলে নিজের প্রস্তাব প্রকাশ করতে পারেন। যেমন, শান্তিতে নোবেলকে ঘিরে এবারও বিশেষ আগ্রহ রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 'আব্রাহাম অ্যাকর্ডস' চুক্তির ভূমিকার জন্য একাধিকবার মনোনয়ন দেওয়া হয়েছে।

প্রতিবছর ডিসেম্বরের ১০ তারিখ (আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী) বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। বিজয়ীরা পাবেন এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনর (প্রায় এক কোটি ২০ লাখ ডলার সমমূল্য) অর্থ, সঙ্গে ১৮ ক্যারেটের সোনার পদক এবং একটি সম্মাননাপত্র বা সনদ। প্রতিটি শাখায় সর্বোচ্চ তিনজনকে যৌথভাবে পুরস্কৃত করা যেতে পারে।