ঢাকা
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গাজায় সামরিক অভিযান বন্ধে প্রস্তুত ইসরায়েল: নেতানিয়াহু

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১১:৫৯ এএম

গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযান বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছে ইসরায়েল। শুক্রবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর জানায়, গাজায় সামরিক অভিযান বন্ধের প্রাথমিক ধাপ বাস্তবায়নে তারা ‘সম্পূর্ণ প্রস্তুত’।

এর আগে, ফিলিস্তিনের গাজা পরিস্থিতি নিরসনে ২০ দফা প্রস্তাবনা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি এবং গাজায় প্রশাসনিক কর্তৃত্ব হস্তান্তরের বিষয় অন্তর্ভুক্ত ছিল এই প্রস্তাবে। গত সপ্তাহেই ইসরায়েল প্রস্তাবটিতে সম্মতি দেয়। শুক্রবার গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসও প্রস্তাবটি গ্রহণ করে।

এক বিবৃতিতে হামাস জানায়, তারা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব মেনে নিয়েছে এবং নিজেদের কব্জায় থাকা সব জিম্মিকে মুক্তি দিতে ও গাজার প্রশাসনিক ক্ষমতা হস্তান্তর করতে প্রস্তুত।

হামাসের ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ প্রেসিডেন্ট ট্রাম্প একটি বার্তা পোস্ট করে ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ ও সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান।

এর কিছুক্ষণের মধ্যেই নেতানিয়াহুর দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘গাজায় যুদ্ধবিরতিতে প্রেসিডেন্ট ট্রাম্প যে পরিকল্পনা দিয়েছেন, তার প্রাথমিক ধাপ বাস্তবায়নে ইসরায়েল সম্পূর্ণ প্রস্তুত। প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টিভঙ্গির সঙ্গে আমাদের নীতি সঙ্গতিপূর্ণ। আমরা এই প্রক্রিয়ায় তাঁর প্রশাসনের সঙ্গে পূর্ণ সহযোগিতা করব।’

সূত্র : টাইমস অব ইসরায়েল

DR/AHA
আরও পড়ুন