নিজেকে আটটি যুদ্ধের সমাপ্তিকারী দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাকে শান্তিতে নোবেল পুরস্কার না দেওয়া নরওয়ের একটি ‘বোকামি’ সিদ্ধান্ত। ন্যাটো জোট ও ডেনমার্কের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে এই বিস্ফোরক মন্তব্য করলেন ট্রাম্প।
বুধবার (৭ জানুয়ারি) নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প এসব কথা বলেন।
গ্রিনল্যান্ড দখল ইস্যুতে ডেনমার্কের আপত্তির মুখে ট্রাম্প সতর্ক করে বলেন, রাশিয়া ও চীন ন্যাটোকে খুব একটা ভয় পায় না। আমেরিকার প্রয়োজনে এই সামরিক জোট আদৌ পাশে থাকবে কি-না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।
ট্রাম্প লিখেছেন, ‘ন্যাটো সদস্য নরওয়ে বোকার মতো আমাকে নোবেল না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অথচ আমি একাই ৮টি যুদ্ধ শেষ করেছি।’ ফিফা প্রদত্ত শান্তি পুরস্কার পেলেও নোবেল না পাওয়ার আক্ষেপ যে তিনি এখনো কাটিয়ে উঠতে পারেননি, তার এই বার্তায় তা স্পষ্ট।
ন্যাটোর সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তার হস্তক্ষেপে ইউক্রেন রক্ষা পেয়েছে, নতুবা এতদিনে দেশটি রাশিয়ার অন্তর্ভুক্ত হতো। সদস্য দেশগুলোর জিডিপি’র ২ শতাংশ প্রতিরক্ষা খাতে দেওয়ার কথা থাকলেও তারা তা পরিশোধ করছিল না এবং আমেরিকা ‘বোকা’র মতো সেই খরচ বহন করেছে বলে দাবি করেন তিনি। ২০৩৫ সালের মধ্যে এই খরচ ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রাও মনে করিয়ে দেন ট্রাম্প।
উল্লেখ্য, ২০২৪ সালে শান্তিতে নোবেল পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো, যিনি ট্রাম্পকে তার পুরস্কার উৎসর্গ করেছিলেন। সম্প্রতি ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের মাধ্যমে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপে ট্রাম্পের সম্মতি
