ট্রাম্পের স্বাক্ষরে এপস্টেইন ফাইল প্রকাশের পথ খুললো

কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের নথি প্রকাশের বিল ‘এপস্টেইন ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্ট’ এ স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের দুই কক্ষের অনুমোদনের পর বিলটি তার টেবিলে গেলে তিনি এতে সই করেন। প্রতিনিধিসভায় বিলটি ৪২৭-১ ভোটে এবং সিনেটে সর্বসম্মতভাবে পাস হয়।

মাসের পর মাস ধরে বিলটির বিরোধিতা করলেও দুই দিন আগে হঠাৎ করেই অবস্থান বদলান ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, ডেমোক্র্যাটরা তার প্রশাসনের সাফল্য থেকে দৃষ্টি সরাতে এ ইস্যু সামনে এনেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, এপস্টেইনের সঙ্গে ডেমোক্র্যাটদের সম্পর্ক শিগগিরই প্রকাশ পাবে।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি আগেই জানিয়েছিলেন, প্রশাসন আইনের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকবে এবং মামলার সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করবে।

সম্প্রতি এপস্টেইন ইস্যু আবারও আলোচনায় আসে ২০ হাজারের বেশি নথি প্রকাশের পর, যেখানে কয়েকটিতে ট্রাম্পের নামও ছিল। তবে হোয়াইট হাউস কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে। ট্রাম্প জানান, ২০০৮ সালে এপস্টেইন অভিযুক্ত হওয়ার আগেই তিনি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন।

এপস্টেইনকে ঘিরে দুটি পৃথক তদন্তে হাজার হাজার নথি সংগ্রহ করা হয়েছিল, যার মধ্যে ছিল ভুক্তভোগী ও সাক্ষীদের সাক্ষাৎকার। ২০০৮ সালে যৌন অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর ২০১৯ সালে আরেক মামলায় বিচারাধীন অবস্থায় কারাগারে তার মৃত্যু হয়। ময়নাতদন্তে মৃত্যু আত্মহত্যা বলে উল্লেখ করা হয়।

সূত্র: আল জাজিরা