ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় একটি সামরিক প্রশিক্ষণ স্থাপনায় রাশিয়ার হামলায় ছয় সেনা সদস্য নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী।
বুধবার (২১ মে) ফরাসি বার্তাসংস্থা এএফপির সূত্রে এ তথ্য জানিয়েছে বাসস।
ইউক্রেনের সুমি অঞ্চল থেকে কিয়েভের সৈন্যরা গত বছর রাশিয়ার কুরস্কে বড় ধরনের আন্তঃসীমান্ত আক্রমণ শুরু করেছিল। সাম্প্রতিক মাসগুলোতে মস্কো তাদের অঞ্চল পুনরুদ্ধার করার পর তীব্র আক্রমণের শিকার হয়েছে।
ইউক্রেনের সশস্ত্র বাহিনী এক ফেসবুক পোস্টে জানিয়েছে, একটি সামরিক শুটিং রেঞ্জে অনুশীলন করার সময় হামলার ফলে ছয়জন সৈন্য নিহত এবং ১০ জনেরও বেশি আহত হয়েছেন। এ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার সন্ধ্যায় জানিয়েছে, তারা ওই স্থানে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
রাশিয়া একটি ফুটেজও প্রকাশ করেছে। ফুটেজে বনাঞ্চলের একটি প্রশিক্ষণ শিবিরে আঘাত হানার দৃশ্য দেখা যাচ্ছে। আকাশ থেকে তোলা ফুটেজে দেখা গেছে, একটি বিস্ফোরণের ফলে বিশাল এলাকায় আগুন লেগে যায় এবং ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী বাতাসে উড়ছে।
ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, সামরিক ইউনিটের কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় তথ্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দেয়া হয়েছে।