যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার উচ্চপর্যায়ের শান্তি আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। টানা দুই দিনব্যাপী এই ত্রিপাক্ষিক বৈঠকে ভূখণ্ড ইস্যুতে কোনো পক্ষই ছাড় না দেওয়ায় আলোচনার কোনো অগ্রগতি হয়নি।
রোববার (২৫ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
বৈঠক সূত্রে জানা যায়, যুদ্ধ বন্ধের শর্ত এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার লক্ষ্য থাকলেও মূল বাধা হয়ে দাঁড়িয়েছে ভূখণ্ডের মালিকানা। রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শিল্প এলাকা এবং দোনবাস অঞ্চল তাদের নিয়ন্ত্রণে থাকবে। অন্যদিকে, ইউক্রেন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, তারা কোনো অবস্থাতেই নিজেদের এক ইঞ্চি ভূখণ্ড ছাড়তে রাজি নয়।
এই গুরুত্বপূর্ণ আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ। ইউক্রেনের পক্ষে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিলেন রুস্তম উমেরভ। বৈঠকের আগে উমেরভ জানিয়েছিলেন, যুদ্ধ বন্ধের একটি যৌক্তিক ধাপে পৌঁছানোই তাদের প্রধান লক্ষ্য।
প্রথম দফার আলোচনায় কোনো অগ্রগতি না হলেও আগামী সপ্তাহে দ্বিতীয় দফা বৈঠক হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে দুই দেশের অনড় অবস্থানের কারণে এই শান্তি উদ্যোগ শেষ পর্যন্ত কতটা সফল হবে, তা নিয়ে কূটনৈতিক মহলে সংশয় দেখা দিয়েছে।
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা: আহত ১৩
