মিয়ানমারের সামরিক বাহিনী ও শান রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি চুক্তি সই করেছে। সোমবার (২০ জানুয়ারি) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানিয়েছে,গত শনিবার থেকে এই চুক্তি শুরু হয়েছে।
মাও নিং বলেন, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ঘেঁষা শান রাজ্যের শহর কুনমিংয়ে দুই পক্ষ আলোচনা করেছে। তারা শান্তি প্রচারের প্রচেষ্টার জন্য বেইজিংকে ধন্যবাদ জানিয়েছে।
মাও বলেন, মিয়ানমারের উত্তরে পরিস্থিতি শান্ত রাখা শুধু মিয়ানমারের নয়, এই অঞ্চলের অন্যান্য দেশেরও স্বার্থে। এটি চীন-মিয়ানমার সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা, স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, চীন উত্তর মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠার জন্য সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখবে।
এমএনডিএএ একটি জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী, যারা নিজেদের এলাকা থেকে সেনাবাহিনীকে হটানোর জন্য লড়াই করছে। এই গোষ্ঠী থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের অংশ, যার অন্যান্য সদস্য হল তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং আরাকান আর্মি।
২০২৩ সালের অক্টোবরের শেষের দিকে এই জোট চীন সীমান্তের কাছে সামরিক জান্তার বিরুদ্ধে আক্রমণ শুরু করে। গত জুলাইয়ে এমএনডিএএ জানিয়েছিল, তারা চীন সীমান্তের কাছে একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, জান্তাবিরোধী শক্তিগুলো গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে সামরিক বাহিনীকে হটিয়ে মধ্যাঞ্চলীয় শহর মান্দালয়ের দিকে অগ্রসর হতে শুরু করায় চীন উদ্বিগ্ন।
চীন আশঙ্কা করছে, মিয়ানমারের সঙ্গে তাদের দুই হাজার কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্তের এই বিশৃঙ্খলা বিনিয়োগ ও বাণিজ্যকে ঝুঁকিতে ফেলবে।
তথ্যসূত্র: রয়টার্স