চীনে এক হাজার টনেরও বেশি মজুতসমৃদ্ধ নতুন একটি সোনার খনির সন্ধান পাওয়া গেছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সন্নিহিত কুনলুন পর্বতমালায় এ বিরল সোনার ভাণ্ডারের অবস্থান শনাক্ত করেছেন ভূতাত্ত্বিকরা।
সরকারি ভূতাত্ত্বিকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, এই খনিতে সোনার মজুত এক হাজার টনেরও বেশি হতে পারে।
সম্প্রতি, কাশগর ভূতাত্ত্বিক দলের জ্যেষ্ঠ প্রকৌশলী হি ফুবাও ও তার সহকর্মীরা পিয়ার-রিভিউ জার্নাল 'অ্যাক্টা জিওসায়েন্টিকা সিনিকা'য় এক গবেষণাপত্রে এ তথ্য জানিয়েছেন।
তারা কুনলুন পর্বতে পাওয়া এ সোনা বেল্টটি চীনের তৃতীয় ১,০০০ টন-স্কেল সোনার বেল্ট হিসেবে উল্লেখ করেছেন। চলতি বছর এর আগে এমন আরও দুটির সন্ধান মিলেছে।
কুনলুন পর্বতের এই সোনার 'বেল্ট' সত্যি হলে এটি চীনের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত ভিত্তি তৈরি করতে পারে। খনি থেকে সফলভাবে সর্বোচ্চ পরিমাণে উত্তোলন চীনের সোনারশিল্প ও খনিজ নিরাপত্তা উভয় দিকেই বড় প্রভাব ফেলবে।
তবে, পর্বত ও দুর্গম অঞ্চল হওয়ায় অনুসন্ধান ও মাইনিং বা খনন কার্যক্রম কারিগরীভাবে কঠিন ও চ্যালেঞ্জিং। উত্তোলন কার্যক্রম পরিবেশগতভাবেও নেতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারে।
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে থানায় বিস্ফোরণে নিহত ৭
বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ট্রাম্প