পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক তিনটি সন্ত্রাসী হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দেশটির গুরুত্বপূর্ণ শহর কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন ১১ জন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
কোয়েটার শাহওয়ানি স্টেডিয়ামে বেলুচিস্তান ন্যাশনাল পার্টি-মেনগাল (বিএনপি-এম)-এর প্রতিষ্ঠাতা আতাউল্লাহ মেনগালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি শেষে স্টেডিয়ামের বাইরে পার্কিং লটে বিস্ফোরণ ঘটে। দলের শীর্ষস্থানীয় নেতা সাজিদ তারিন জানান, বিস্ফোরণে দলের বহু নেতা-কর্মী হতাহত হয়েছেন।
বেলুচিস্তানের প্রশাসনিক কর্মকর্তা হামজা শফাৎ রয়টার্সকে জানান, সমাবেশ শেষে যখন জনতা স্টেডিয়াম ত্যাগ করছিল, ঠিক তখনই বিস্ফোরণটি ঘটে। পুলিশের ধারণা, এটি একটি আত্মঘাতী হামলা।
এছাড়া, খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি জঙ্গি হামলায় অন্তত ৬ সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সেনাবাহিনী পাল্টা অভিযানে গেল চার দিনে ৫০ জনের বেশি জঙ্গিকে হত্যা করেছে বলেও জানানো হয়েছে।
একই দিনে বেলুচিস্তানের ইরান সীমান্তবর্তী অঞ্চলে আরও একটি হামলায় পাঁচজন নিহত হয়েছেন। তবে এই ঘটনার দায়িত্ব এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
পাকিস্তানে ধারাবাহিক সহিংসতায় রাজনৈতিক অস্থিরতা আরও ঘনীভূত হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে বাড়ছে উদ্বেগ।