বিমানের ভেতরে ইঁদুর, ৩ ঘণ্টা আটকা ইন্ডিগোর ফ্লাইট

একটি ছোট ইঁদুরের জন্য প্রায় তিন ঘণ্টা আটকে রইল ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট। যাত্রী বোর্ডিং সম্পন্ন হওয়ার পর বিমানের কেবিনে ইঁদুর দেখা যাওয়ায় কানপুর বিমানবন্দরে ওই ফ্লাইটের উড্ডয়ন বিলম্বিত হয়। পরে সব যাত্রীকে নামিয়ে এনে ইঁদুর ধরার অভিযান চালায় কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটে কানপুর থেকে দিল্লি যাওয়ার কথা ছিল ইন্ডিগোর ওই ফ্লাইটের। কিন্তু বিমানে ওঠার পর যাত্রীরা কেবিনের মধ্যে ছোট একটি ইঁদুরকে দৌড়াতে দেখেন। এতে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৪০ জন যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনে কর্তৃপক্ষ। এরপর শুরু হয় বিমানের ভেতর প্রায় দেড় ঘণ্টা ধরে ইঁদুর খোঁজার অভিযান।

অবশেষে ইঁদুর ধরা সম্ভব হয় এবং ফ্লাইটটি উড্ডয়নের অনুমতি পায়। তবে নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর ফ্লাইটটি কানপুর ত্যাগ করে।

ইন্ডিগোর এই ফ্লাইটটির বিকেল ৪টা ১০ মিনিটে দিল্লি পৌঁছানোর কথা থাকলেও শেষ পর্যন্ত সন্ধ্যা ৬টা ৩ মিনিটে কানপুর থেকে রওনা হয়ে রাত ৭টা ১৬ মিনিটে দিল্লি পৌঁছায়।

কানপুর বিমানবন্দরের গণমাধ্যম কর্মকর্তা বিবেক সিং বলেন, বিমানের কেবিনে ইঁদুর দেখা যাওয়ায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে সবাইকে নামিয়ে আনা হয়। পরে প্রয়োজনীয় অনুসন্ধান শেষে বিমানের উড্ডয়নের অনুমতি দেওয়া হয়।

এই ঘটনায় যাত্রীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। একজন যাত্রী বলেন, আমরা সিটে বসে ছিলাম, হঠাৎ দেখি কেবিনে কিছু দৌড়াচ্ছে। পরে বুঝি ইঁদুর! এরপর আমাদের নামিয়ে দেওয়া হয়। পুরো প্রক্রিয়ায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।