বহু বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সুপার টাইফুন রাগাসা হংকংয়ের দিকে ধেয়ে আসছে। এই ভয়াবহ ঘূর্ণিঝড়ের আশঙ্কায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত থেকে ৩৬ ঘণ্টার জন্য হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের সব যাত্রীবাহী ফ্লাইট স্থগিত করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য নিশ্চিত করে জানায়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত যাত্রীবাহী সব ফ্লাইট বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে কান্তাস এয়ারওয়েজ।
হংকং আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং জরুরি প্রস্তুতি গ্রহণ করছে। যদিও বিমানবন্দর বন্ধের বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বেশ কয়েকটি এয়ারলাইন্স এরই মধ্যে তাদের ফ্লাইট সূচি স্থগিত করেছে।
হংকংয়ের আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে, সোমবার দুপুরে নিম্নতম সতর্কতা সংকেত জারি করা হয়েছে, যা রাত ৮টা থেকে ১০টার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ স্তরে উন্নীত করা হবে। মঙ্গলবার থেকে আবহাওয়া দ্রুত খারাপ হয়ে বুধবার থেকে শহরজুড়ে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে।
উঁচু এলাকাগুলোতে হ্যারিকেনের মতো বাতাস বয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
নগরজুড়ে বাসিন্দারা সুপার টাইফুনের প্রভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন। সোমবার সকাল থেকেই মানুষ দুধ, পানি, শুকনো খাবার ও জরুরি পণ্য মজুত করতে শুরু করে। হংকংয়ের বেশ কিছু সুপারমার্কেট ও কাঁচাবাজারে দীর্ঘ সারি দেখা গেছে। সবজির দাম বেড়ে গেছে তিনগুণ পর্যন্ত।
সুপার টাইফুন রাগাসার প্রভাব শুধু হংকং নয়, ফিলিপাইনেও মারাত্মকভাবে অনুভূত হচ্ছে। দেশটির রাজধানী ম্যানিলাসহ উত্তর লুজন অঞ্চলে সোমবার সব ধরনের সরকারি ও বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সেখানে ইতোমধ্যেই তীব্র ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।
হংকং কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় নিয়ে জরুরি উদ্ধার কর্মী, বিদ্যুৎ সংযোগ বাহিনী ও স্বাস্থ্যসেবা কর্মীরা প্রস্তুত আছে। নাগরিকদের অনুরোধ করা হয়েছে ঘরে থাকার এবং অপ্রয়োজনীয় ভ্রমণ না করার জন্য।
গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ছাড়ালো ৬৫ হাজার
কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না: নেতানিয়াহু
উপকূলের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা