মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে এক দুঃসাহসিক ও ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘টিম বাংলাদেশ’। আগামী ১৬ ডিসেম্বর রাজধানীর আকাশে একযোগে ৫৪ জন প্যারাস্যুট জ্যাম্পার ঝাঁপ দেবেন। লাল-সবুজের পতাকা হাতে এই দলের নেতৃত্ব দেবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এই রোমাঞ্চকর ইভেন্টের ঘোষণা দেন আশিক চৌধুরী। তিনি লিখেন, ‘স্বাধীনতার ৫৪ বছর উপলক্ষে আমরা ৫৪ জন আগামী ১৬ ডিসেম্বর ঢাকার আকাশ থেকে ঝাঁপ দেব ইনশাআল্লাহ। সঙ্গে থাকবে লাল সবুজের পতাকা। সব ঠিক থাকলে টিম বাংলাদেশ গড়বে নতুন একটি বিশ্ব রেকর্ড। সবাই আমন্ত্রিত।’
আকাশে ওড়ার নেশা আশিক চৌধুরীর পুরোনো। এর আগে যুক্তরাষ্ট্রের মেমফিসে ২০২৪ সালের ২৫ মে তিনি ৪১ হাজার ফুট উচ্চতা থেকে লাফ দিয়ে লাল-সবুজ পতাকা হাতে সফলভাবে অবতরণ করেছিলেন। সেই অভিযানে তার সঙ্গে আরও ৭১ জন ডাইভার অংশ নিয়েছিলেন।
উইসকনসিন স্কাইডাইভিং সেন্টারের তথ্যমতে, সাধারণ স্কাইডাইভাররা সাধারণত ৮ থেকে ১৩ হাজার ফুট উপর থেকে লাফ দেন। ১৫ হাজার ফুটের ওপরে গেলে বাড়তি অক্সিজেনের প্রয়োজন হয়। আর ৩০ হাজার ফুটের ওপর থেকে লাফ দেওয়া সাধারণত সামরিক বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যদের পক্ষেই সম্ভব হয়, যা আশিক চৌধুরী করে দেখিয়েছিলেন। এবারের বিজয় দিবসের আয়োজনটিও দেশবাসীকে এক নতুন গৌরবের সাক্ষী করবে বলে আশা করা হচ্ছে।
বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস: পুলিশকে সতর্ক থাকার নির্দেশ