ওসমান হাদির সন্তান-ভাইয়ের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১০:৩৭ এএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা শরিফ ওসমান বিন হাদির সন্তান এবং ভাইয়ের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর শাহবাগ থানায় এই জিডি করেন ওসমান হাদির মেঝ ভাই ওমর বিন হাদি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ওমর বিন হাদি জিডিতে উল্লেখ করেছেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেহেতু মূল খুনি চক্র এখনো গ্রেপ্তার হয়নি, তাই তারা যেকোনো সময় পরিবারের ওপর হামলা করতে পারে। বিশেষ করে ওসমান হাদির সন্তান ও তাঁকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আইডি ও গ্রুপ থেকে তাদের পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও জিডিতে উল্লেখ করা হয়।

গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর সেখানে তাঁর মৃত্যু হয়। পরবর্তীতে ২০ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত আছেন তিনি।

DR/SN
আরও পড়ুন