রাজধানীর শাহবাগে ‘মায়ের ডাকের’ সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। পরে শাহবাগের সমাবেশস্থল ছেড়ে প্রেস ক্লাবে গিয়ে সমাবেশ করে সংগঠনটি। ‘মায়ের ডাক’- বাংলাদেশে গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর সদস্যদের নিয়ে গঠিত একটি মানবাধিকার সংগঠন।
শনিবার (৯ ডিসেম্বর) রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বেলা ১১টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু করে আয়োজকরা। এর অল্প কিছু সময়ের মধ্যেই তাদের কাছ থেকে মাইক্রোফোন নিয়ে নেয় পুলিশ। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা তাদেরকে সরিয়ে দিতে চাইলে তারা সেখান থেকে প্রেসক্লাবে চলে যান।
এ বিষয়ে রমনা জোনের পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. আক্তারুল ইসলাম বলেন, ওরা তো এখানে দাঁড়াতেই পারবে না। ওরা অনধিকার চর্চা করেছে। অনুমতি নেয়নি সমাবেশের।
