ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে রাজধানী

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০১:৪১ পিএম

ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে রাজধানী ঢাকা। এর সঙ্গে শীতের তীব্রতাও বেড়েছে। ঘন কুয়াশায় কমেছে দৃষ্টিসীমা। কমেছে যানবাহনের গতি। সড়কের আইল্যান্ড, রোড ডিভাইডারগুলো কুয়াশার চাদরে ঢেকে গেছে। সকাল ৯টায়ও সূর্যের দেখা মেলেনি।

বুধবার (১০ জানুয়ারি) সকাল থেকে এমন দৃশ্যের দেখা মিলেছে পুরো রাজধানীজুড়ে। চলাচলকারী গাড়িগুলোকে পথ দেখাচ্ছে হেডলাইট। তবে থেমে নেই কর্মজীবী মানুষের চলাচল। জীবিকার তাগিদে তারা বেরিয়ে পড়েছেন রাস্তায়।

অফিসগামী মাহফুজুর রহমান বলেন, আজ সকালে রাজধানী ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। অফিসগামী মানুষের চলাচল কষ্ট হয়ে পড়েছে।

আবহাওয়া অফিস জানায়, রাজধানীর ঘন কুয়াশা বেলা বাড়ার সাথে সাথে কেটে যাবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে এই কুয়াশা হচ্ছে। বছরের শুরু থেকে দেশের বিভিন্ন প্রান্তে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।

FI