ঈদকে সামনে রেখে সেলুনে ভিড় বেড়েছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত খোলা থাকছে সেলুন। কাষ্টমার সামলাতে হিমসিম খাচ্ছে রাজধানীর সেলুনগুলো। নিজেকে আরো সুন্দর আর পরিপাটি করে নিতে সেলুনে ভিড় করছেন অনেকেই।
রাজধানীর বনশ্রীর ইউনিকর্ন হেয়ার সেলুনের নরসুন্দরেরা; সকাল থেকে রাত ২টা পর্যন্ত চলছে তাদের খুর-কাচির খচখচ শব্দ। সেলুনে সিরিয়াল পেতে অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।
বনশ্রীতে দুটি শাখা রয়েছে ইউনিকর্নের। সেলুনটির কর্ণধার তানভীর আহমেদ বলছেন, দিন দিন ছেলেরাও রূপচর্চায় সচেতন হচ্ছেন। ফলে ঈদ উৎসব ঘিরে নিজেকে আরেকটু পরিপাটি করে নিতেই তারা সেলুনে ভিড় করেন।
এ সেলুনটিতে চুল কাটাতে সাধারণত ১২০ টাকা লাগে। পছন্দের নকশার চুল কাটাতে ১৭০ টাকা, দাড়ি কামাতে ১০০-১৩০ টাকা লাগে। ৬০০ থেকে ৩ হাজার টাকায় ফেসিয়াল, আর ৪০০ থেকে হাজার টাকায় চুলে রঙ করানো হয়। তাছাড়া যারা চুল বড় রাখেন, তারা চুল রিবন্ডিং ও স্ট্রেইট করাতেও পারেন সেখানে।
এছাড়া মিরপুর, রামপুরা, মোহাম্মদপুর, ফার্মগেট, তেজগাঁও এলাকা ঘুরে দেখা গেছে। এক এক এলাকায় একক রেটে চুলকাটা হয়।
মিরপুর-১০ নম্বরের ফ্যাশন সিক্সটি নাইনে সাধারণভাবে চুল কাটা যায় ১২০ টাকায়, তবে এর বাইরে বিভিন্ন স্টাইলে কাটতে চাইলে বাড়তি টাকা দিতে হয়। সেলুনটিতে শেইভ করাতে ৮০ টাকা, সাধারণ ফেসিয়ালে ৩০০ টাকা, দাড়ি কামানোতে ৮০ টাকা এবং চুল রঙ করতে লাগে ৫০০ টাকা।
