ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রিকশাচালকদের ছাতা দিচ্ছে ডিএনসিসি

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৩:২২ পিএম

তীব্র তাপদাহে পুড়ছে দেশ। এ তাপদাহ থেকে একটু স্বস্তি দিতে রিকশাচালকদের মাঝে ছাতা বিতরণ কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রোববার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে গুলশান নগর ভবনের সামনে ‘প্রশান্তির ছায়া’ শীর্ষক এই কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

এর আগে ২৭ এপ্রিল বিকেলে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন শিমুল বলেছেন, ডিএনসিসির আওতাধীন এলাকার রিকশাওয়ালাদের মাঝে ৩৩ হাজার ছাতা বিতরণ করা হবে। এরই মধ্যে ছাতা তৈরির কাজ শেষ হয়েছে। এর জন্য সিটি করপোরেশন থেকে রিকশার চালক, গ্যারেজ ও রিকশা মালিক সমিতিসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এছাড়া প্রত্যেক রিকশাচালককে ১২টি করে স্যালাইন ও একটি পানির পট বিতরণ করা হবে।

এদিকে সারাদেশে আবারো ৭২ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কবার্তা বা 'হিট অ্যালার্ট' জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। পঞ্চমবারের মতো হিট অ্যালার্ট জারি করা হলো। রোববার (২৮ এপ্রিল) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

MB/SA
আরও পড়ুন