ছাগলকাণ্ডে সেই মতিউর সস্ত্রীক গ্রেপ্তার

১৫ লাখ টাকা দিয়ে একটি ছাগল কেনার জন্য বায়না করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভিডিও ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন সেই তরুণের বাবা এনবিআরের কর্মকর্তা মতিউর রহমান। 

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৯:২৬ এএম

আলোচিত ছাগলকাণ্ডে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে (প্রথম স্ত্রী) গ্রেপ্তার করেচে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেননি ডিসি তালেবুর রহমান। যদিও এ দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ঈদুল আজহায় মুশফিকুর রহমান নামে এক তরুণ রাজধানীতে সাদিক অ্যাগ্রো নামের একটি খামার থেকে ১৫ লাখ টাকা দিয়ে একটি ছাগল কেনার জন্য বায়না করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভিডিও ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন সেই তরুণের বাবা এনবিআরের কর্মকর্তা মতিউর রহমান। বেরিয়ে আসতে থাকে তার বিপুল পরিমাণের সম্পদ অর্জনের খবরও। এক পর্যায়ে আত্মগোপনে চলে যান তিনি।

AHA/KK
আরও পড়ুন